Ticker

6/recent/ticker-posts

স্পেশাল গোলাপ ফুল নিয়ে ক্যাপশন |গোলাপ নিয়ে প্রেমের কবিতা ২০২৪

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন |গোলাপ নিয়ে প্রেমের কবিতা

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন
গোলাপ ফুল নিয়ে ক্যাপশন




প্রিয় পাঠক প্রথমেই আপনাকে আমার সাইটে আসার জন্য সাদর সম্ভাষ্ণ জানাচ্ছি। আশা করছি ভালো আছেন। এই পৃথিবীতে গোলাপ ফুল পছন্দ করেনা এমন মানুষ বোধয় একটাও নাই। আর সেই মানুষগুলো বিভিন্ন সময় গোলাপ ফুল নিয়ে বিভিন্ন ধরণের ক্যাপশন কবিতা ছন্দ উক্তি ইত্যাদি খুঁজে থাকে। তাই আজকে আমরা তাদের জন্য আমাদের ওয়েব সাইটে গোলাপ ফুল নিয়ে ক্যাপশন গোলাপ ফুল নিয়ে প্রেমের কবিতা সহ আরো যা যা থাকছে তা আপনাদের জন্য নিচে দেওয়া হলো।  

  • গোলাপ ফুল নিয়ে ক্যাপশন 
  • গোলাপ নিয়ে প্রেমের কবিতা
  • golap ful niye caption
  • গোলাপ ফুল নিয়ে স্ট্যাটাস
  • গোলাপ ফুল নিয়ে স্ট্যাটাস
  • গোলাপ নিয়ে উক্তি 
  • গোলাপ নিয়ে কবিতা 
  • golap ful niye kobita
  • গোলাপ নিয়ে প্রেমের কবিতা 
  • এক গুচ্ছ গোলাপ নিয়ে কবিতা
  • শুকনো গোলাপ নিয়ে কবিতা
  • সাদা গোলাপ নিয়ে কবিতা
  • কালো গোলাপ নিয়ে কবিতা
  • রক্ত গোলাপ নিয়ে কবিতা
  • হলুদ গোলাপ নিয়ে কবিতা

গোলাপ ফুল নিয়ে ক্যাপশন | golap ful niye caption

এবার আপনাদের জন্য আমরা আপনাদের প্রিয় গোলাপ ফুল নিয়ে ক্যাপশন বা golap ful niye caption সংগ্রহ করেছি। আশা করি আপনাদের এই গোলাপ ফুল নিয়ে ক্যাপশান গুলো ভালো লাগবে। 


১. প্রতিটি ফুলই পবিত্র। তবে গোলাপ ফুল একটু বেশিই পবিত্র কারণ গোলাপ ফুল ভালোবাসার প্রতীক।

protiti fulei pbitr. tbe golap ful ektu beshiei pbitro karon golap ful valobasar protik.

২.  আমরা অভিযোগ করতেই পারি যে গোলাপ ফুলে কাঁটা রয়েছে অথবা এটা ভেবে উৎফুল্লও হতে পারি যে, কাটার মধ্যে গোলাপ ফুল রয়েছে।

— আব্রাহাম লিংকন

2.  amra ovijog krteei pari je golap fule kata royeche othba eta vebe utfullo hte pari je, katar mdhje golap ful royeche.

- abraham lingkn

৩. আমরা অভিযোগ করতেই পারি যে গোলাপ ফুলে কাঁটা রয়েছে অথবা এটা ভেবে উৎফুল্লও হতে পারি যে, কাটার মধ্যে গোলাপ ফুল রয়েছে। ঠিক তেমনই সব ঘটনার পজিটিভ এবং নেগেটিভ দুই দিকই রয়েছে আপনি কোনটা গ্রহণ করবেন সেটা নির্ভর করবে আপনার উপর। 

3. amra ovijog krteei pari je golap fule kata royeche othba eta vebe utfullo hte pari je, katar mdhje golap ful royeche. thik temnei sb ghtnar pjitiv ebng negetiv duei dikei royeche apni konta grhn krben seta nirvr krbe apnar upr.

 

৪. গোলাপ ফুলকে পেতে হলে এর কাঁটা যেন হাতে না ফুটে সেইদিকে নজর দিতে হয়। ঠিক একইভাবে আমাদের জীবনে কোনো জিনিস পেতে হলে সবসময় সাবধানে ভেবেচিন্তে পা ফেল্পতে হবে। 

4. golap fulke pete hle er kata jen hate na fute seeidike njr dite hoy. thik ekeivabe amader jibne kono jinis pete hle sbsmoy sabdhane vebecinte pa felpte hobe.


৫. ভালোবাসা হলো সেই গোলাপ যা চিরদিনই ফুটে থাকে। আর এটাই চির বাস্তব এবং সত্য কথা। 

valobasa hlo seei golap ja cirdinei fute thake. ar etaei cir bastb ebng stto kotha.


আরও পড়ুনঃ ফুল নিয়ে ক্যাপশন ও কবিতা, উক্তি, স্ট্যাটাস


৬. জীবন হলো একটা গোলাপ ফুলের মতো। যাতে কিছু কাটা থাকলেও তা সৌন্দর্যের একটুকুও কমতি করে না।

— সংগৃহীত

6. jibn hlo ekta golap fuler mto. jate kichu kata thakleo ta soundrjer ektukuo kmti kre na.

- songgrihito

৭. গোলাপে যেমন সৌন্দর্য্য আর কাঁটা উভয়ই বিদ্যমান ঠিক তেমনই আমাদের জীবনেও ভালো আর খারাপ দুটো দিকই রয়েছে। 

7. golape jemn soundrjj ar kata uvoyei bidjman thik temnei amader jibneo valo ar kharap duto dikei royeche.


golap ful niye status | গোলাপ ফুল নিয়ে স্ট্যাটাস


গোলাপ ফুল নিয়ে স্ট্যাটাস
গোলাপ ফুল নিয়ে স্ট্যাটাস


এই অংশে আপনাদের জন্য আমরা golap ful niye status বা গোলাপ ফুল নিয়ে স্ট্যাটাস সংরহ করা হলো। আশা করি আপনাদের পড়ে ভালো লাগবে। 

৮. আপনি যদি কাউকে ভালোবাসার প্রতীক হিসেবে কোনো ফুল উপহার দিতে চান তাহলে তাকে লাল গোলাপ ফুল দিতে পারেন। কারণ গোলাপ ফুল ভালোবাসার প্রতীক হিসেবেই পরিচিত। 

8. apni jodi kauke valobasar prtik hisebe kono ful uphar dite can tahle take lal golap ful dite paren. karn golap ful valobasar prtik hisebeei poricito.


৯. তার হাতে সুগন্ধ সব সময় লেগেই থাকে যিনি গোলাপ ফুল দিয়ে থাকেন।

— হাদা বেজার

9. tar hate sugndh sb smoy legeei thake jini golap ful dioye thaken.

- hada bejar


১০. জীবনকে আপনি একটা গোলাপ ফুলের সাথে তুলনা করতে পারেন। কারণ অনেক গুলো কাঁটার পর তবেই গোলাপ ফুল ফোটে ঠিক তেমনই মানুষের জীবনে সফলতার জন্য অনেকগুলো সমস্যাযুক্ত সিঁড়ি পার করে তবেই সফলতার দারে পৌঁছানো যায়। 

10. jibnke apni ekta golap fuler sathe tulna krte paren. karn onek gulo katar pr tbeei golap ful fote thik temnei manusher jibne sfltar jnj onekgulo smsjajukt siri par kre tbeei sfltar dare pouchano jaoy.

গোলাপ নিয়ে উক্তি 

আমরা আপনাদের জন্য বিভিন্ন মনিষীদের গোলাপ নিয়ে উক্তি এই অংশে সংগ্রহ করে রেখেছি। আশা করি আপনাদের এই গোলাপ ন্নিয়ে উক্তিগুল ভালো লাগবে। 

গোলাপ নিয়ে উক্তি
গোলাপ নিয়ে উক্তি 


১১. একটা কাটা তার গোলাপকে সুরক্ষা দেয় শুধু তাদেরকে কষ্ট দেয়ার মাধ্যমে যারা এই গোলাপের পুষ্পকে চুরি করতে চায়।

— চীনা প্রবাদ

11. ekta kata tar golapke surksha deoy shudhu taderke ksht deoyar madhjme jara eei golaper pushpke curi krte caoy.

- china probad

১২. একজন বলেছিলেন সবচেয়ে সূক্ষ কাঁটা গুলোই  বেশিরভাগ সময় নাজুক গোলাপের সৃষ্টি করে ঠিক তেমনই সবচেয়ে মারাত্মক সমস্যা গুলোই জীবনে সর্বোচ্চ সফলতার সিঁড়ি হিসেবে আত্মপ্রকাশ করে। 

12. ekjn blechilen sbceoye suksh kata guloei  beshirvag smoy najuk golaper sshti kre thik temnei sbceoye maratmk smsja guloei jibne srbocc sfltar siri hisebe atmprkash kre.


১৩. জীবন কোনো গোলাপ ভর্তি বিছানা নয়। এটা পুরাটায় সমস্যাযুক্ত। এই সমস্যাগুলো আমাদের নতুন অভিজ্ঞতা দিয়ে থাকে এবং নতুন শিক্ষা জীবনে এগিয়ে যাওয়ার জন্য।

— ফেরদৌস আবিদি

13. jibn kono golap vrti bichana noy. eta purataoy smsjajukt. eei smsjagulo amader ntun ovijta dioye thake ebng ntun shiksha jibne egioye jaooyar jonno.

- ferdous abidi

১৪. আমি আমার টেবিলে গোলাপ রাখা অধিক পছন্দ করব আমার গলায় হীরা রাখার চেয়ে।

— এম্মা গোল্ডম্যান

14. ami amar tebile golap rakha odhik pchnd krb amar glaoy hira rakhar ceoye.

- emma goldman

১৫. একটা জীবন যাতে ভালোবাসা আছে তাতে কাটাও থাকবে। কিন্তু একটা জীবন যাতে ভালোবাসা নেই তাতে কোনো গোলাপও থাকবে না।

— সংগৃহীত

15. ekta jibn jate valobasa ache tate katao thakbe. kintu ekta jibn jate valobasa neei tate kono golapo thakbe na.

- songgrihito

১৬. সকল কিছুতেই অন্ধকার এবং সৌন্দর্য উভয় দিকই রয়েছে। আনন্দে রয়েছে দুঃখ, জীবনে মৃত্যু, গোলাপে রয়েছে কাটা।

— ক্যাটে টায়েরম্যান

16. skl kichuteei ondhkar ebng soundrj uvoy dikei royeche. annde royeche dukh, jibne mtju, golape royeche kata.

- kjate taoyermjan

১৭. একটা বিপ্লব কখনোই একটি গোলাপ ভর্তি বিছানা হতে পারে না।

— ফিদেল কাস্ত্রো

17. ekta biplb kkhnoei ekti golap vrti bichana hte pare na.

- fidel kastro

আরও পড়ুনঃ ফুল নিয়ে ক্যাপশন ও কবিতা, উক্তি, স্ট্যাটাস


 ১৮. গোলাপ এবং কাটা, কষ্ট এবং আনন্দ এগুলো সবই একে অপরের সাথে সম্পৃক্ত।

— সাদী

18. golap ebng kata, ksht ebng annd egulo sbei eke oprer sathe smpkt.

- sadi

১৯৷ জীবন হলো অনিশ্চিত। আজককে তুমি গোলাপ পেলে। কালকে তুমি কাটাকে অনুভব করবে। কিন্তু শেষ ফলাফলটা লাল। সবসময়??

— শিলপি এস. ব্যানার্জি


19 jibn hlo onishcit. ajkke tumi golap pele. kalke tumi katake onuvb krbe. kintu shesh flaflta lal. sbsmoy??

- shilpi es. bjanarji

২০. গোলপেও যেমন সৌন্দর্য্যের মাঝে কাঁটা বিদ্যমান ঠিক তেমনই মানুষের জীবনেও ভালো সময়ের মাঝে কিছু খারাপ সময় আসলেও জীবনকে মানিয়ে নিতে হয় তবেই মানুষের জীবনের সৌন্দর্য্য প্রকাশ পায়।

20. golpeo jemn soundrjjer majhe kata bidjman thik temnei manusher jibneo valo smoyer majhe kichu kharap smoy asleo jibnke manioye nite hoy tbeei manusher jibner soundrjj prkash paoy.


২১. গোলাপ ফুলো হলো কোন রকমের ব্যাখ্যা ছাড়াই। সে পুষ্পিত হয় কারণ সে পুষ্পিত হয়।

— অ্যাংগেলাস সিলেসিয়াস

21. golap fulo hlo kon rkmer bjakhja charaei. se pushpit hoy karn se pushpit hoy.

- ojanggelas silesioyas

২২. সবচেয়ে সূক্ষ্ম কাটাগুলোই বেশিরভাগ সময় নাজুক গোলাপের সৃষ্টি করে থাকে।

— ওভিড

22. sbceoye sukshm kataguloei beshirvag smoy najuk golaper sshti kre thake.

- ovid

২৩. মেয়ে মানুষ হলো গোলাপের মতো যদি তুমি তাকে ভালোভাবে গড়ে তোলো সে পুষ্পিত হবে। যদি তুমি তা না করো তবে সে তাজা নেলাখেপা হয়ে যাবে।

— সংগৃহীত

23. meye manush hlo golaper mto jdi tumi take valovabe gre tolo se pushpit hbe. jdi tumi ta na kro tbe se taja nelakhepa hoye jabe.

- sngghit

২৪. সত্য এবং গোলাপ দুটোর মধ্যে কণ্টক রয়েছে।

— হেনরি ডেভিড থোরিও

24. stj ebng golap dutor mdhje kntk royeche.

- henri devid thorio

২৫. যদি তুমি গোলাপের সুগন্ধ উপভোগ করতে চাও, তবে তোমাকে অবশ্যই এর কাটাগুলো সহ্য করতেই হবে যা এটি বহন করে।

— আইজ্যাক হায়েস

25. jdi tumi golaper sugndh upvog krte cao, tbe tomake obshjei er katagulo shj krteei hbe ja eti bhn kre.

- aeijjak haoyes

 
গোলাপ নিয়ে প্রেমের কবিতা
গোলাপ নিয়ে প্রেমের কবিতা



কালো গোলাপ নিয়ে কবিতা | সাদা গোলাপ নিয়ে কবিতা | সাদা গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

এইখানে আমরা আপনাদের জন্য কালো গোলাপ নিয়ে কবিতা সাদা গোলাপ ফুল নিয়ে কবিতা সাদা গোলাপ ফুল নিয়ে ক্যাপশান  সংগ্রহ করে রেখেছি। প্রথমে আপনাদের কালো গোলাপ নিয়ে কবিতা দেওয়া হলো এর পর সাদা গোলাপ ফুল নিয়ে কবিতা ও সাদা গোলাপ ফুল নিয়ে ক্যাপশান দেওয়া হলো। 

কালো গোলাপ নিয়ে কবিতা

প্রিয় পাঠক এই অংশে আপনাদের জন্য এই অংশে আমরা কালো গোলাপ নিয়ে কবিতা সংগ্রহ করে রেখেছি। আপনাদের পড়ার জন্য বিনিত অনুরোধ রইল। 

১. গোলাপ যেমন যতই কালো হোক না কেন এর গুরুত্ব কিন্তু কম নয় ঠিক তেমনই আপনার গায়ের রঙ এ কিছু আসে যায় না যদি আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকে। 

২. গোলাপ কালো রঙয়ের হলেও লাল গোলাপের থেকে এর চাহিদা কিন্তু বেশি কারণ এটি অপ্রতুল তাই যেসব জিনিস সংখ্যায় কম সেটা যেমন রঙ এর ই হোক না কেন এর গুরুত্ব কিন্তু কখনো কমবে না।  

সাদা গোলাপ নিয়ে কবিতা | সাদা গোলাপ ফুল নিয়ে ক্যাপশন

এইখানে আমরা আপনাদের জন্য সাদা গোলাপ নিয়ে কবিতা বা সাদা গোলাপ ফুল নিয়ে ক্যাপশান সংগ্রহ করে রেখছি।

১. সাদা শুভ্র গোলাপের ন্যায় প্রত্যেকের মন শুদ্ধ ও পবিত্র হওয়া উচিত তবেই এ পৃথীবি সুন্দর ও বসাবাসের জন্য উপযোগী থাকবে। 

২. গোলাপ যেই রঙেরই হোক না কেন সেটা সাদা বা কালো গোলাপের গুরুত্ব কখনো কমেনা। 

লাল গোলাপ নিয়ে কবিতা 

এইখানে আপনাদের জন্য লাল গোলাপ নিয়ে কবিতা সংগ্রহ করে রাখা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে। 

গোলাপ নিয়ে কবিতা
গোলাপ নিয়ে কবিতা


১. বুক ভরা ভালোবাসা বোঝানোর তরে

একমুঠো গোলাপ যে নাহি হার মানে।

লাল গোলাপের টুকটুকে ওই পাঁপড়িগুলো 

তোমার পানে লজ্জামুখে চুপি চুপি চায়

কী জানি কেন!

 তোমার মায়ায় যেন নেশার মতো আচ্ছন্ন হয় 

তুমি যদি প্রিয় গ্রহণ করো তোমার ন্যায় লজ্জাবতী লাল টুকটুকে গোলাপ

তবেই প্রিয় জমবে আমার তোমার সাথে ভালোবাসার আলাপ।

(D)

গোলাপ নিয়ে কবিতা | golap ful niye kobita

প্রিয় পাঠক আশা করছি আপনাদের আমাদের দেয়া ক্যাপশান, কবিতা বা উক্তি গুলো ভালো লেগেছে। এখন আপনাদের জন্য আমরা গোলাপ নিয়ে কবিতা বা golap niye kobita সংগ্রহ করে দিলাম। আশা করি আপনাদের পড়ার পর ভালো লাগবে। 

২. গোলাপ ফোটাতে কাটা ছাড়িয়ে

ফুলটা তোমায় দিল।

গাছটা তার প্রাণ হারিয়ে,

ক্ষনিকে মান-সম্মান করালো 

পরলো ভেঙ্গে,গোলাপটা গোলাপের রসে

প্রেমিকটাও রঙ্গে জুড়ালো, প্রেমিকের বসে

দুজনের আব ভাবটা, গোলাপ কি? আর বুঝবে

গোলাপের স্বভাব যা, গোলাপি !!! কেউ খুজবে।


৩. গোলাপ

- আবদুল্লাহ আল মামুন


গোলাপ ফুটেছে শত তোমার মায়া ভরা কাননে

রয়েছে তোমার কোমল হাতের দীপ্ত পরশ, গড়েছ যতনে ।

ফুটেছে লাল, সাদা ফুল শত সাধনায় ভরা তোমার বাগানে

দেখে নয়ন জুড়ায় আমার হৃদ মাজারে,

দেবে কী আমায় তুমি একটি রক্ত গোলাপ নিজের হস্তে তুলে ?


গোলাপ তোমার মতন আমারও প্রিয়

সুপ্ত বাসনায় লোভে মত্ত আমার সব ইন্দ্রিয় ।

দেবে কী আমায় তুমি একটি সাদা গোলাপ ?

গন্ধ শুকে করে নিবো আমার হৃদয়কে সক্রিয় ।


গোলাপ ফুটেছে আজ তোমার বাগানে পূর্ণ কানায়  ভরে

কী অপরূপ রূপে সেজেছে সব শ্মৃঙ্খলীত সারিবদ্ধ ধরে

দেবে কী আমায় তুমি একটি গোলাপ তোমার নিজের হাতে তুলে ?


আমারও আছে তোমার গোলাপের মত হাজারও কবিতা

তোমার কাননে ফুটা গোলাপের মত আমারও বুকে ফলায় শত কবিতার চাষ ।

যদি তুমি দাও আমাকে তোমার বাগানের একটি গোলাপ

আমিও তোমাকে দেব আমার বুকে ফলানো অজস্র কবিতা ।


গোলাপ নিয়ে প্রেমের কবিতা | এক গুচ্ছ গোলাপ নিয়ে কবিতা

এই অংশে আপনাদের জন্য গোলাপ নিয়ে প্রেমের কবিতা এবং এক গুচ্ছ গোলাপ নিয়ে কবিতা সংগ্রহ করে দেওয়া হলো। আশা করি আপনাদের ভালো লাগবে। 

৪. লাল গোলাপ ভালবাসা

- অন্তলীন আমি


সদ্য ফোটা একটি রক্ত গোলাপ

যেনো তোমার জন্যই ফোটা,

হাতে নিয়ে দাড়াবো তোমার সামনে l


রক্ত গোলাপ তোমার দিকে বাড়িয়ে

নিশ্চুপ থাকবো দাড়িয়ে

শুধু বলবো

"ভালবাসি তোমায় প্রিয়তি" l


তখন কি দুহাত বাড়িয়ে

নেবে সেই রক্ত গোলাপ (?)

নাকি বলবে ফিরে যাও

তোমার কথা শুধু পাগলের প্রলাপ…l


তখন কি ফিরিয়ে দিবে আমায়

গোলাপের কাটায় মনকে বিদ্ধ করে (?)

নাকি মুখে নিয়ে একচিলতে হাসি

হাত বাড়িয়ে গোলাপ নিয়ে

বলবে ভালবাসি ভালবাসি.…l


৫. একটি গোলাপের কাব্য

সুদীপ বিশ্বাসের কবিতা


তুমি আমার বনলতা সেন,

আমার শেষের কবিতা!

হৃদয়ের ক্যানভাসে আঁকা,

মোনালিসা,তোমার ছবিটা! !


আজিকার যুগে এ সবকিছুই

  পাগলের    প্রলাপ!

ভালোবাসিতে পারি বন্ধু,

আনো যদি লাল গোলাপ! !


প্রেমের গল্পে বাধা দিতে আসে,

বৃষ্টি নামের ভুল!

ঝড়ো বাতাসে ঝরিয়া পড়ে,

গাছের গোলাপ ফুল!!


প্রেমিক হৃদয় আজ বেদুইন,

লাল গোলাপের জন্য!

পাইবে না সে প্রেমিকার হৃদয়,

দিলে ফুল অন্য! !


সাদা ফুল হল রক্ত লাল ,

ভালোবাসার গৌরবে!

মোহনীয় হল গোলাপ ফুল,

নবীন  প্রেমের সৌরভে!!


প্রেমিকা তাহার চলে গেল দূরে,

ছেড়ে পৃথিবীর মায়া!

ব্যর্থ প্রেমিক ফুল হাতে কাঁদে,

দু চোখে তাহার কায়া!!


প্রেমের কাহিনী হইল না শেষ,

যদিও হইল   ইতি!

নষ্ট গোলাপ আজও গেয়ে যায়,

প্রেমনগরের গীতি!!]


 শুকনো গোলাপ নিয়ে কবিতা

এই অংশে আপনাদের জন্য আমরা শুকনো গোলাপ নিয়ে কবিতা সংগ্রহ করে রেখেছি। 

একটি শুকনো লাল গোলাপ
- রুহুল আমীন রৌদ্র

আরো দশটি বছর কেটে গেল,
শুকনো সেই লাল গোলাপটি,
আজও ঝরে গেলোনা।
ওগো প্রিয়ে মম তরে,আদরে ভরে,
দিয়েছিলে যে ফুলটি,
আজও তাহা রেখেছি যতনে।

Post a Comment

0 Comments

Search